
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে আদিলুর রহমান খান বক্তৃতা দেন। অনুষ্ঠানটিতে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেমের লেখা ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’-এর প্রচ্ছদ উন্মোচন করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণা’-এর আলোকে রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দেশ এগোচ্ছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে তিনি বলেন, জুলাই মাত্র ৩৬ দিনে দেশের রাজনৈতিক ও সামাজিক দৃশ্য বদলে দিয়েছে।
‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে আদিলুর রহমান খান বলেন, শত শত শহীদ ও আহতদের সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। তিনি আরও জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও দমন-নিপীড়নের অন্ধকার থেকে দেশ বেরিয়ে এসেছে এবং অপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে।
সেমিনারটিতে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেমের লেখা ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’-এর প্রচ্ছদ উন্মোচন করা হয়। আদিলুর রহমান নাগরিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও সংস্কারমুখী যাত্রা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সূত্রঃ বাসস





















