শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ না থাকায় রাষ্ট্র ও সমাজ ঝুঁকির মধ্যেঃ মাহফুজ আলম

mazar-shongskriti-fassibad-bangladesh
ছবি সংগৃহীত

রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপের অভাব ও রাজনৈতিক ব্যবহারের কারণে সামাজিক ফ্যাসিবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় এখনও তা রয়ে গেছে। তিনি বলেন, দেশে ইসলামিক ধারার মধ্যে সংলাপ ও সমন্বয় না থাকলে রাষ্ট্র ও সমাজ শঙ্কার মধ্যে থাকবে। শনিবার রাজধানীর সেগুনবাগিচা, বিএমএ ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে মাহফুজ আলম এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক নেতারা এখনও সমন্বয় তৈরি করেননি এবং মাজার ও মসজিদগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাহফুজ আলম সতর্ক করেছেন, সামাজিক ফ্যাসিবাদ ও রাজনৈতিক ব্যবহারের কারণে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তিনি জানান, হামলার শিকার মাজারগুলোর পরিচালনা কর্তৃপক্ষকে মামলা করার আহ্বান জানানো হয়েছে এবং সমীক্ষা করে মাজারগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজ আলম বলেন, ধর্মীয় ও রাজনৈতিক সংযোগ ছাড়া সংকট দীর্ঘমেয়াদে বাড়তে থাকবে এবং এটি রাষ্ট্রীয়, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিকোণ থেকে সমাধান করা জরুরি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়