শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা শুরু

pakistan-afghan-shanti-alochona
ছবি সংগৃহীত

ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ, জঙ্গি হামলা এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় আলোচনা করা হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ সতর্ক করেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, দুই দেশই শান্তি চায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি আলোচনা ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে। বৈঠকের মূল উদ্দেশ্য দোহা চুক্তির আওতায় সীমান্তে যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর রাখার একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ।

চলতি মাসের শুরুতে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান সরকার। পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সংঘর্ষে বহু লোক নিহত হয় এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতি মেনে চলছে। খোয়াজা আসিফ বলেন, “আমাদের সামনে দুটি পথ—চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়।”

সূত্রঃ রয়টার্স

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়