শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে উপদেষ্টা বৈঠক

ain-shongkhollo-boithok-2025
ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম বৈঠক রোববার সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সহিংসতা প্রতিরোধ এবং অপরাধ দমনসহ বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছে।

সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা, শিল্প ও গৃহায়ণ বিষয়ক উপদেষ্টা, খাদ্য ও ভূমি বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি।

বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে দেশব্যাপী অপরাধ রোধ, নারী-শিশু সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, শ্রমিক বেতন ও বোনাস নিশ্চিতকরণ, অস্ত্র উদ্ধার অভিযান, সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মা ইলিশ সংরক্ষণ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়