সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরফ কলের গ্যাস লিকেজে মহিপুরে শ্বাসকষ্টে অসুস্থ পাঁচ জন

mahpur-gazi-ice-plant-ammonia-gas-leak
ছবি সংগৃহীত

পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দরে গাজী আইস প্ল্যান্টের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ গাজী আইস প্ল্যান্টের বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়। এতে মুহূর্তের মধ্যেই অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে তীব্র দুর্গন্ধে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
গ্যাসে শ্বাসকষ্টে আক্রান্ত হতে শুরু করেন বরফ কলের আশপাশে থাকা শ্রমিক ও জেলেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ পাঁচ জেলেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া মারত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস। এ গ্যাস ছড়িয়ে পড়ার পর আমরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

এর আগেও মহিপুর ও আলীপুরে আরও কয়েকটি বরফ কলে একই ধরনের ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়