সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শরীরে নরম পিণ্ড? জেনে নিন কী এই লাইপোমা

lipoma-tumor-lakshan
প্রতীকী ছবি

লাইপোমা হলো ত্বকের নিচে চর্বিযুক্ত টিস্যু দিয়ে গঠিত নরম ও ব্যথাহীন পিণ্ড, যা শরীরের যেকোনো স্থানে দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ক্যান্সার নয়, বরং নিরীহ সৌম্য টিউমার, যা অনেক ক্ষেত্রেই নিজে থেকেই স্থিতিশীল থাকে।

ত্বকের নিচে নরম ও ব্যথাহীন গুটি দেখা দিলে অনেকেই ভয় পান। তবে চিকিৎসকদের মতে, এটি হতে পারে লাইপোমা— চর্বিযুক্ত টিস্যু দিয়ে গঠিত এক ধরনের নিরীহ বা সৌম্য টিউমার। শরীরের পিঠ, ঘাড়, হাত, পা, বুক ও কাঁধে এ ধরনের পিণ্ড সাধারণত বেশি দেখা যায়। এটি যেকোনো বয়সের নারী-পুরুষের শরীরে হতে পারে।

লাইপোমা সাধারণত নরম, সহজে নড়াচড়া করা যায় এবং ব্যথাহীন। এর সঠিক কারণ নির্দিষ্ট নয়, তবে বংশগত প্রভাব, আঘাত বা কিছু রোগ এর জন্য দায়ী হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটি ক্ষতিকর নয় ও চিকিৎসার প্রয়োজন পড়ে না।

তবে যদি পিণ্ডটি বড় হয়, ব্যথা সৃষ্টি করে বা অস্বস্তি দেয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন হলে অপারেশন বা লাইপোসাকশনের মাধ্যমে এটি অপসারণ করা হয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়