সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরাপদ সড়ক আন্দোলন ও বিচার দাবিতে ফার্মগেট মোড় ব্লকড

farmgate-student-protest-road-block
ছবি সংগৃহীত

শিক্ষার্থীরা বলছেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রদের ‘সন্ত্রাসী’ বলা অনুচিত।’ তাদের দাবি, নিহত শিক্ষার্থীর বিচারের পাশাপাশি ক্ষমা চাওয়া হোক।

ঢাকার ফার্মগেটে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সড়ক অবরোধ করেছেন। তারা ট্রাকচাপায় নিহত সরকারি বিজ্ঞান কলেজের মাদ্রাসা ছাত্র সিফাতের বিচারের পাশাপাশি প্রশাসনের লোকদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার প্রতিবাদ জানাচ্ছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে ঘটনার পর নিরাপদ সড়কের জন্য তারা আন্দোলন শুরু করেন। বুধবারও কলেজের সামনের সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করা হয়েছিল। বৃহস্পতিবারের অবরোধে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

তাদের দাবি, প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার পাশাপাশি নিহত ছাত্রের জন্য যথাযথ বিচার নিশ্চিত করা হোক। শিক্ষার্থীরা জানিয়েছেন, অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, তাঁদের উদ্দেশ্য শুধু নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং নিহত ছাত্রের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়