
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা, বেগম তাহুরা আলী, বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। শাওন নিজেই সামাজিক মাধ্যমে মৃতুর খবরটি জানিয়ে ভারাক্রান্ত হৃদয়ে সবাইকে তার রুহের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
শাওন তার পোস্টে লিখেছেন, “নিশ্চয়ই আমরা আল্লাহর, এবং নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে যাবো। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।”
মায়ের জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে, আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। শাওন পূর্বে জুন মাসে তার মায়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন।
অভিনেত্রী দীপা খন্দকার, নির্মাতা সানি সানোয়ারসহ অনেকে শোক প্রকাশ করেছেন এবং সকলকে দোয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।





















