
জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জয়ের দাবি তুলেছেন এবং বলেছেন, ভারতের সাতটি যুদ্ধবিমান ধূলিসাৎ হয়েছে। তিনি ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদকে সমালোচনা করে কাশ্মীরি জনগণকে পাকিস্তানের সমর্থনের আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শেহবাজের ভাষণের কয়েক ঘণ্টা পর ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সচিব পেটাল গাহলট পাকিস্তানের এই দাবিকে ‘অযৌক্তিক নাটকীয়তা’ এবং ‘সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত রানওয়ে ও পুড়ে যাওয়া হ্যাঙ্গারকে যদি পাকিস্তান বিজয়ের প্রতীক হিসেবে দেখায়, তবে তা তাদের বিষয়।
ভারতের কূটনীতিক পাকিস্তানকে স্মরণ করিয়েছেন যে, কয়েক দশক ধরে দেশটি সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল এবং সন্ত্রাসবাদ মোতায়েন ও রপ্তানি করছে।
শেহবাজ তার ভাষণে বলেন, আমাদের দেশ এই বছরের মে মাসে পূর্ব ফ্রন্ট থেকে বিনা উস্কানিতে আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। আমাদের সশস্ত্র বাহিনী দক্ষতার সঙ্গে আক্রমণ প্রতিহত করেছে এবং প্রতিশোধ নিয়েছে। তিনি আরও বলেন, ঘৃণামূলক বক্তব্যের কোনো স্থান নেই এবং ভারতের হিন্দুত্ব-চালিত চরমপন্থা সমগ্র বিশ্বের জন্য বিপদজনক।
শেহবাজ কাশ্মীরি জনগণকে আশ্বস্ত করেছেন যে পাকিস্তান তাদের পাশে আছে এবং একদিন ভারতের অত্যাচার বন্ধ হবে।




















