মঙ্গলবার- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলতি বছরেই মুখোমুখি হতে পারেন ট্রাম্প ও কিম জং উন

trump-kim-bithok-apec-2025
ছবি: সংগৃহীত

চলতি বছরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠক হতে পারে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক আয়োজন হতে পারে বলে জানিয়েছেন সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

২০১৯ সালে ট্রাম্প ও কিমের একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের সম্পর্ক জটিল হয়ে গেছে। এরপর থেকে উত্তর কোরিয়া বারবার নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। তবে কিম সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে সংলাপ পুনরায় শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিউইয়র্কে জানিয়েছেন, অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাওয়া এপেক সম্মেলনের সময় এ বৈঠক হতে পারে। ট্রাম্পও সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। তবে সম্ভাব্য বৈঠকের সঠিক স্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়