শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানি হামলায় নিহত ৩ ক্রিকেটার, আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ বাতিল

afghanistan-cricket-news-rashid-khan
সংগৃহীত ছবি

আফগানিস্তানের আরগুন জেলায় বিমান হামলায় তিন ক্রিকেটারের মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তিনি এই হামলাকে ‘নীতিবর্জিত ও বর্বরতাপূর্ণ’ উল্লেখ করেছেন।

আফগানিস্তানের কবির, সিবঘাতুল্লাহ ও হারুন নামের তিন ক্রিকেটারের নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবি এক্স-হ্যান্ডলে করা পোস্টে জানায়, “পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তাঁরা পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।”

 এছারাও এসিবি পাকিস্তানে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে ।

গতকাল রাত বাংলাদেশ সময়, এসিবি সামাজিক মাধ্যমে জানায় তারা ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে না। রশিদ খানের এক্স-হ্যান্ডলে পোস্টে বলা হয়, “আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত।” এই ভয়াবহ ঘটনায় নারী, শিশু ও তরুণ ক্রিকেটাররা জীবন হারিয়েছেন; তাঁরা একদিন দেশের হয়ে বিশ্বমঞ্চে খেলতে চেয়েছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়