সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, বিগত বছরের তুলনায় ২০% বৃদ্ধি

nbr-revenue-2025-26
ছবি সংগৃহীত

এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয়কর, ভ্রমণ কর, স্থানীয় মূসক এবং আমদানি-রপ্তানি খাতের প্রতিটিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। জুলাই–সেপ্টেম্বরের তিন মাসে রাজস্ব আদায়ের মোট পরিমাণ ৯০,৮২৫ কোটি টাকা পৌঁছেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। এ সময়ে মোট আদায় হয়েছে ৯০,৮২৫ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের তুলনায় ২০.২১ শতাংশ বেশি। গত বছরের জুলাই–সেপ্টেম্বরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় ছিল ৭৫,৫৫৫ কোটি টাকা।

স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে ৩৪,৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা বিগত বছরের তুলনায় ২৯.৭৪ শতাংশ বেশি। আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, ১৮.২৬ শতাংশ বৃদ্ধি। আমদানি ও রপ্তানি খাতে আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা, যা ১১.৭৪ শতাংশ বেশি।

এনবিআর জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রতিটি মূল খাতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সরকারি কার্যক্রম ও কার্যকর সংগ্রহ ব্যবস্থা এসব সফলতার পেছনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়