
আইনি ভিত্তি ও সরকারের দায়সারা অবস্থার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই থেকে বিরত রয়েছে। আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, পরবর্তী সংস্কার প্রক্রিয়ায় এনসিপি যুক্ত হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে অংশগ্রহণ করেনি, তবে পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। শুক্রবার ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সনদ সই অনুষ্ঠানে দলটির কোনো নেতা উপস্থিত ছিলেন না। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ও সরকারের আদেশের নিশ্চয়তা ছাড়া সনদে সই করলে তা হবে মূল্যহীন।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, সনদে সই অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা; আইনগত ভিত্তি না থাকায় অংশগ্রহণ করা হবে না। তিনি জানান, ঐকমত্য কমিশনের সময় বৃদ্ধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়ায় এনসিপি যুক্ত হয়ে অবস্থান তুলে ধরবে এবং দাবি পূরণ হলে পরে সই করবে।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বহীন অবস্থার কারণে সনদে সই করে কোনো ফল পাওয়া যাবে না। এনসিপির এ সিদ্ধান্তে সরকারি পক্ষ ও উপদেষ্টারা রাজি করানোর চেষ্টা করলেও দল অনড় রয়েছে।





















