মঙ্গলবার- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রশিবিরের প্রতিশ্রুতি: প্রয়াত সাংবাদিকের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা

sangbadik-tarikul-islam-poribar-sahayata
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলাকালে মৃত্যুবরণ করা সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। সংগঠনের পক্ষ থেকে তার দুই সন্তানের জন্য প্রাথমিক সহায়তা হিসেবে দুই লাখ টাকা দেওয়া হয়েছে।

ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়াত সাংবাদিকের বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। শিশু আয়াত কথোপকথনের এক পর্যায়ে বাবার অনুপস্থিতির বেদনাময় অনুভূতি প্রকাশ করে বলে, “আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন। যেহেতু বাবা আর ফিরবেন না, আমি মা ও বোনের খোঁজ রাখব।”

ডাকসু নির্বাচনের দিন দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যাওয়া সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। সংগঠনটির নেতারা সম্প্রতি তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং দুই শিশুসন্তানের জন্য প্রাথমিক সহায়তা হিসেবে দুই লাখ টাকা প্রদান করেন।

এসএম ফরহাদ জানান, আপাতত দুই লাখ টাকা দেওয়া হলেও ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রশিবির। উল্লেখ্য, ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়