
১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে গণনা শুরু হলেও ১৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে। অনিয়মের দায় নিয়ে কমিশনার মাফরুহী সাত্তার পদত্যাগ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে তিন দিন আগে। তবে ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১২টির ভোট গণনা শেষ হয়। ধারণা করা হচ্ছে, দুপুর নাগাদ সম্পূর্ণ ফল প্রকাশ হতে পারে।
এদিকে নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সিদ্ধান্ত অনুযায়ী মেশিনে নয়, ম্যানুয়ালি ভোট গণনা করা হয়েছে। এতে সমান সুযোগ নিশ্চিত হয়নি।”
তিনি জানান, অনিয়মের বিষয়টি লিখিতভাবে কমিশনকে অবহিত করা হলেও প্রতিকার পাওয়া যায়নি, বরং পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল। বিবেকের তাড়নায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন; যার মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।





















