
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনে সামরিক শুদ্ধিকরণ শুরু হয়েছে; নয়জন শীর্ষ জেনারেল বরখাস্ত হয়েছেন। বিশ্লেষকরা এটিকে রাজনৈতিক শক্তি প্রদর্শন ও পার্টির কার্যকারিতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখছেন।
চীনের কমিউনিস্ট পার্টি দেশটির নয়জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বরখাস্তকে দলের শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে। বরখাস্ত হওয়া জেনারেলদের মধ্যে রয়েছে সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান হি ওয়েইডং, রাজনৈতিক বিভাগের শীর্ষ কর্মকর্তা মিয়াও হুয়া ও হে হংজুন, আর্মড পুলিশ ফোর্স কমান্ডার ওয়াং চুনিংসহ অন্যরা।
এটি সামরিক বাহিনীতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শুদ্ধিকরণ অভিযান হিসেবে ধরা হচ্ছে। অধিকাংশ বরখাস্তকৃত তিন তারকা জেনারেল এবং পার্টির কেন্দ্রীয় কমিটির অংশ। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপকে রাজনৈতিক শক্তি প্রদর্শন ও পার্টির কার্যকারিতা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বরখাস্তকৃতরা এখন সামরিক বিচারের মুখোমুখি। শি জিনপিংয়ের নেতৃত্বে এ ধরনের অভিযান পার্টির শৃঙ্খলা কঠোর করার পাশাপাশি সামরিক ও রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
সূত্রঃ বিবিসি





















