
কেন্দ্রীয় ব্যাংক দেশের সব হজ অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাকে শনিবার, ১৮ অক্টোবর খোলা রাখার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে এ তথ্য জানিয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে হজ নিবন্ধনের অর্থ জমা দেয়ার সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সাপেক্ষে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। পাশাপাশি, যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত গ্রাহকরা হজ নিবন্ধনের অর্থ জমা দিতে পারবেন।
সার্কুলারে বলা হয়েছে, এই নির্দেশনা জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে। এর ফলে হজ কার্যক্রমে অর্থ গ্রহণের স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত হবে।





















