সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের কাছে আসামি ছিনতাই, গাজীপুরে যুবক আটক

shreepur-police-raids-arrest
সংগৃহীত ছবি

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের মামলায়  গাজীপুরের শ্রীপুরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বাড়ির একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার শরীফ হোসেন (৩৫) উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের মাইজ উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন এলাকায় শরীফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে। শরীফকে তাৎক্ষণিকভাবে আটক করা হলেও, তাঁর সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক বলেন, গ্রেপ্তার শরীফ হোসেন একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে আগেও মামলা আছে। তাঁকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়