মঙ্গলবার- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে মিয়ানমারে বাংলাদেশি পণ্য পাচারের চেষ্টায় তিনজন আটক

bangladeshi-product-smuggling-caught
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সমুদ্র সীমান্তে মিয়ানমারে বাংলাদেশি পণ্য পাচারের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। গ্রেপ্তারকৃতরা হলেন সাদ্দাম হোসেন (২৮), ইকবাল হোসেন (৪৪) ও আব্দুর রহিম (৩০)।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেলসহ প্রায় এক লাখ ৬০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে তিনজন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল ও আটককৃতদের কক্সবাজারের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশের স্বার্থে চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়