সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জলবায়ু পরিবর্তন মানবতার শেষ নয়: বিল গেটসের বাস্তবসম্মত আহ্বান

bill-gates-climate-change-statement
ছবি সংগৃহীত

বিলিয়নেয়ার সমাজসেবক বিল গেটস বলেছেন, জলবায়ু পরিবর্তন মানবতার ধ্বংস ডেকে আনবে না। ব্রাজিলে কপ-৩০ সম্মেলনের আগে প্রকাশিত এক স্মারকে তিনি যুক্তি দেন, বাস্তবসম্মত পদক্ষেপেই উষ্ণায়ন মোকাবিলা সম্ভব।

জলবায়ু পরিবর্তন মানবতার ধ্বংসের দিকে নিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন বিলিয়নেয়ার সমাজসেবক ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার (২৭ অক্টোবর) ব্রাজিলে আসন্ন কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে প্রকাশিত এক স্মারকে তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজন বাস্তবসম্মত ও আনুপাতিক পদক্ষেপ।

গেটস তার ‘ব্রেকথ্রু এনার্জি’ সংস্থার মাধ্যমে সবুজ প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন, “উষ্ণায়নের গুরুতর প্রভাব থাকবে, তবে মানুষ পৃথিবীর বেশিরভাগ স্থানে বসবাস ও উন্নতি করতে পারবে।”

‘জলবায়ু সম্পর্কে তিনটি কঠিন সত্য’ শীর্ষক ওই বার্তায় গেটস উল্লেখ করেন— সভ্যতা ধ্বংস হবে না; তাপমাত্রা নয়, বরং স্বাস্থ্য ও সমৃদ্ধি উষ্ণায়ন মোকাবিলার মূল প্রতিরক্ষা। তিনি দারিদ্র্য ও রোগ মোকাবিলাকে জলবায়ু অভিযোজনের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন এবং সবুজ প্রযুক্তির ব্যয় কমাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়