
গ্রহণযোগ্য নির্বাচন না হলে তার দায় ড. ইউনূসের সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে ব্যত্যয় ঘটলে তার দায়ভার নিতে হবে ড. ইউনূসের সরকারকে। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গতকাল ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে যে সুপারিশ দিয়েছে, তাতে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ করার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন তিনি। বিএনপির দাবি, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত সংসদই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। নির্বাচন যত দেরিতে হচ্ছে, ফ্যাসিবাদ তত শক্তিশালী হচ্ছে দাবি করে ফখরুল বলেন, যারা নৈরাজ্য দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর পক্ষে কথা বলছে।





















