সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, ভর্তি ১,০৪১ জন

dengue-pradurvab-bangladesh-2025
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১,০৪১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তথ্যটি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ১৭৪ জন, চট্টগ্রাম ১২০ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ২০৬ জন, ঢাকা উত্তর ২৩০ জন, ঢাকা দক্ষিণ ১৪০ জন, খুলনা ৪৯ জন, ময়মনসিংহ ৪৯ জন, রাজশাহী ৪৫ জন, রংপুর ১৯ জন এবং সিলেট ৯ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১,৯৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৬৪,৪০৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। ২৮ অক্টোবর পর্যন্ত মোট আক্রান্ত ৬৭,৪৬৪ জন, এর মধ্যে ৬১.৯ শতাংশ পুরুষ এবং ৩৮.১ শতাংশ নারী। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৭৩ জনের।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়