শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ট্রেনে ধাক্কা, সিকিউরিটি গার্ডের মৃত্যু

chattogram-truck-train-accident
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেইটে মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চালবোঝাই ট্রাকে মালবাহী ট্রেনের ধাক্কায় নিরাপত্তা দায়িত্বে থাকা এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ একটি কনটেইনার উল্টে যায় এবং পণ্যবাহী ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে সকাল ৪টা ১০ মিনিটে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ৩১টি কনটেইনারবাহী মালবাহী ট্রেন ছেড়ে আসে। ৪টা ১৮ মিনিটে ট্রেনটি সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেইট পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী চালবোঝাই ট্রাক ট্রেনকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড শামসু মিয়া ট্রাকের চালের বস্তার নিচে চাপা পড়েন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শামসু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। তবে দুর্ঘটনার পর গেটম্যানের দায়িত্বে অবহেলা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গেটম্যান সিফাত দাবি করেন, তিনি নিয়ম মেনে দায়িত্ব পালন করেছেন এবং ব্যারিয়ারও ফেলেছিলেন। তার ভাষ্য, ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে আসায় এই দুর্ঘটনা ঘটেছে।

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ট্রাকচালকের সিগন্যাল অমান্য এ দুর্ঘটনার মূল কারণ। তবে তদন্তের মাধ্যমে কারও দোষ বা গাফিলতি আছে কিনা দেখা হবে। এই বিষয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই লাইন শুধুমাত্র মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হওয়ায় যাত্রীবাহী ট্রেনের চলাচলে কোনো সমস্যা নেই।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা থাকতে পারে। উদ্ধারকারী ক্রেন পাঠানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়