সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই সনদ বাস্তবায়নে নতুন অধ্যায়ের সূচনাঃ প্রধান উপদেষ্টা

july-sonod-bastobayon-natun-bangladesh
প্রধান উপদেষ্টার ফেইসবুক থেকে সংগৃহীত

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের হাতে সুপারিশ তুলে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সনদটি সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ অতীতের সীমাবদ্ধতা পেরিয়ে নতুন পথে যাত্রা শুরু করবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদের সঠিক বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তৈরি সুপারিশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে সুপারিশমালা তুলে দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কমিশন যে কাঠামো দিয়েছে তা সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশ অতীতের সীমাবদ্ধতা পেরিয়ে নতুন যাত্রা শুরু করবে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়, আর আজ তার বাস্তবায়নের সূচনা একটি নতুন অধ্যায় তৈরি করবে। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়