শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

troyodosh-sangsad-nirbachon-ostro-uddhar
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দেশের অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। তিনি বলেন, ইতিমধ্যেই অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম নিয়মিতভাবে চলছে এবং এটি অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে থাকবেন ১৩ জন আনসার সদস্য। এছাড়া এবার প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে একজন করে আনসার নিয়োজিত থাকবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন, আনসার ব্যাটালিয়ন নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়