শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’— হুঁশিয়ারি ইসরায়েলি সেনাপ্রধানের

gaza-juddho-now-end-warning-israeli-army-chief
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ এখনো শেষ হয়নি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির। তিনি স্পষ্ট করে বলেছেন, হামাস নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে।

সোমবার জেরুজালেমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লেফটেন্যান্ট কমান্ডারদের সম্মেলনে এ বক্তব্য দেন জামির। তিনি বলেন, “আমাদের যুদ্ধ শেষ হয়নি। আমরা একটি পবিত্র মিশনে আছি, যার দুটি মূল লক্ষ্য নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচার ও চাপ অব্যাহত রাখা।”

তিনি আরও বলেন, “আইডিএফ অতীতের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে অগ্রসর হয়। যা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য, তা আমরা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর দুই বছর ধরে চলছে এই সংঘাত। স্থানীয় সূত্র অনুযায়ী, এ পর্যন্ত গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির একটি তিনস্তরীয় পরিকল্পনা উপস্থাপন করেন। ইসরায়েল ও হামাস এতে সম্মতি দিলে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। পরিকল্পনার প্রথম ধাপে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল।

হামাস এরই মধ্যে জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে মৃত ২৮ জিম্মির মধ্যে ১৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, এখনো ১৩ জনের দেহাবশেষ ফেরত দেওয়া হয়নি। হামাসের দাবি, নিহতদের অবস্থান সম্পর্কিত তথ্য যারা জানত, তারা ইসরায়েলি অভিযানে মারা গেছে।

তবে আইডিএফ এই যুক্তি অগ্রাহ্য করে হামাসের ওপর চাপ অব্যাহত রেখেছে এবং জানিয়েছে যতদিন শেষ জিম্মির মরদেহ ফেরত না পাওয়া যায়, ততদিন যুদ্ধ শেষ হবে না।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়