শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাঁটুর সমস্যায় কারভাহাল ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে

carvajal-surgery-news-real-madrid-2025
ছবি সংগৃহীত

এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর সমর্থকদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহালকে হাঁটুর জটিলতায় সার্জারি করাতে হবে, যার ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে।

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ জয় উদযাপন করলেও দলের সমর্থকদের জন্য বড় ধাক্কা এসেছে। দলের অধিনায়ক ও অভিজ্ঞ রাইটব্যাক দানি কারভাহালকে ডান হাঁটুর সমস্যার কারণে আর্থ্রোস্কপি সার্জারি করাতে হবে।

রোববার এল ক্লাসিকোতে তিনি মাঠে নামলেও মাত্র ১৯ মিনিট খেলতে পেরেছিলেন। এরপর মেডিক্যাল পরীক্ষায় তার ডান হাঁটুর জটিলতা ধরা পড়ে। ক্লাবের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, কারভাহালকে অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এর ফলে চলতি বছরের বাকি অংশে তার মাঠে ফিরার সম্ভাবনা কম।

কারভাহাল দীর্ঘদিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছেন। গত বছর লা লিগার এক ম্যাচে দুইটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন। চলতি জুলাইয়ে তিনি ফিরে আসলেও পুরনো ইনজুরি আবার সমস্যা সৃষ্টি করছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়