সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচন নিরাপদ করতে বডি-ওর্ন ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

nirbachon-nirapotta-body-worn-camera-2025
ছবি সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে বডি-ওর্ন ক্যামেরা ক্রয় ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে ভোটকেন্দ্রে সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা যায়। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে মনিটরিংয়ের মাধ্যমে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়