
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন কমিশনকে সহায়তা দিতে এবং নির্বাচনী পরিবেশ মনিটর করার জন্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল পাঠাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে। ২০০৮ সালের পর এটি ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন হবে।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। ১৫০–২০০ জনের দল ভোটের ছয় সপ্তাহ ও এক সপ্তাহ আগে পর্যায়ক্রমে বাংলাদেশে পৌঁছাবে।
রাষ্ট্রদূত জানান, ইইউ স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও সহায়তা করবে। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সাংবিধানিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, শ্রম আইন সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা হয়।
মিলার ভোটকে ‘অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য’ করার আশ্বাস দেন এবং নির্বাচনের মাধ্যমে দেশের ভাবমূর্তি পুনর্গঠন ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন।





















