
ভোটের কাউন্টডাউন শুরু হলেও একটি মহল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি লেখক ও প্রকাশকদের মুক্তচিন্তার প্রবন্ধে আওয়াজ তুলতে আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে এখনো নির্বাচন ব্যাহত করার হীন প্রচেষ্টা চলছে। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির নেতারা।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রকাশকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তার অভিযোগ, অতীতের সরকার প্রকাশনা খাতকে দমিয়ে রেখেছিল এবং অনেক বই ছাপাতে বিদেশের ওপর নির্ভর করতে বাধ্য করা হয়েছিল। পাঠ্যপুস্তকেও দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
জয়নুল আবদিন নবনির্বাচিত প্রকাশক পরিষদের উদ্দেশে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রেখে দেশের স্বাধীনতা আন্দোলনের সত্যিকারের ইতিহাস তুলে ধরতে হবে। শ্রদ্ধা নিবেদনের সময় সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।





















