সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভৈরবের জেলা দাবি তীব্র হচ্ছে: ট্রেন থামিয়ে বিক্ষোভ ও আহত কয়েকজন

bhaireb-65th-district-protest
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে দেশের ৬৫তম জেলা ঘোষণা করার দাবিতে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ভৈরব রেলওয়ে স্টেশন অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় ভৈরব রেলস্টেশনে আটকা পড়া ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে আন্দোলনকারীরা পাথর নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন।

জানা গেছে, ভৈরবকে জেলা করার দাবিতে আন্দোলনকারীরা ট্রেন থামিয়ে রেখেছিল এবং এক সময় সবরুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রী, বিশেষ করে বিদেশগামী যাত্রীদের মধ্যে বিশাল দুর্ভোগ সৃষ্টি হয়। ঢাকা-গামী উপকূল এক্সপ্রেস, সিলেট থেকে আসা কালিনী ও চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। দুই ঘণ্টা পর ট্রেন ছাড়াতে গেলে কিছু বিক্ষুব্ধ জনতা ট্রেনে পাথর নিক্ষেপ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ১১:৫০ মিনিটে আটকা পড়া ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

কর্মসূচিতে ভৈরব উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। তারা ভৈরববাসীর দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। বক্তারা জানান, ২০০৯ সালের জুলাই মাসে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভৈরবকে জেলা ঘোষণা করেছিলেন। একই বছরের অক্টোবর মাসে কিশোরগঞ্জের কটিয়াদী, বাজিতপুর, অষ্টগ্রাম ও কুলিয়ারচর উপজেলা নিয়ে ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণা করা হয় এবং প্রজ্ঞাপন জারি করা হয়। তবে কিশোরগঞ্জ সদরের কিছু মহল ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বিরোধিতার কারণে এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, যতক্ষণ না ভৈরব জেলা বাস্তবায়ন হয়, ততক্ষণ এই আন্দোলন চলবে। প্রয়োজনে তারা কঠোর কর্মসূচি চালানোর হুমকিও দিয়েছেন।

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে সড়ক অবরোধ এবং সোমবার রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার নৌপথ অবরোধের কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়িদ আহম্মেদ জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়