শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এমআরআই করাতে হলো ট্রাম্পকে— কী জানালেন ডাক্তাররা?

trump-medical-test-2025
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে তার দ্বিতীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেনসম্প্রতি তিনি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে এমআরআই স্ক্যান করিয়েছেন

এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি এমআরআই করিয়েছি। সব কিছুই পারফেক্ট। আমি আপনাদের পুরো ফলাফল দেখিয়েছি।” ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়সী নেতাদের মধ্যে একজন, এমআরআই করানোর কারণ প্রকাশ করেননি এবং সাংবাদিকদের বলেন, ‘ডাক্তারদের জিজ্ঞেস করুন’।

ট্রাম্প আরও উল্লেখ করেন, ডাক্তাররা রিপোর্ট দিয়েছেন যা খুবই স্পষ্টকেউ আগে এমন রিপোর্ট দেয়নি। যদি কোনো সমস্যা থাকতো, আমি জানাতাম।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, প্রেসিডেন্টের পায়ে ফোলার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং তার শরীরে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগ শনাক্ত হয়েছে। এছাড়া ডান হাতের চোট বা নীলচে দাগ নিয়ে সাংবাদিকদের আগেও প্রশ্ন ছিল। হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন বারবাবেলা জানিয়েছেন, হাতের দাগের কারণ প্রচুর হাত মেলানো ও অ্যাসপিরিন ব্যবহারের সংমিশ্রণ, যা সহজে চোট বা নীলচে দাগ তৈরি করতে পারে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়