বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচগুলোতে নিয়মিত পরাজয়ের মধ্যে পড়ে। টানা চার হারের মধ্যে কিছু জয়ও এসেছে, তবে তা কখনো ধারাবাহিকভাবে দেখা যায়নি। সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা টিকে রাখতে শ্রীলঙ্কা ও ভারতের বিরুদ্ধে জয় পাওয়া আবশ্যক ছিল। তবে শ্রীলঙ্কার কাছে মাত্র ৭ রানে হেরে লিগ পর্ব থেকেই দেশে ফিরে যেতে হলো টাইগ্রেসদের।
শ্রীলঙ্কা ২০৩ রানের লক্ষ্য দিয়েছে, শেষ ৫ ওভারে বাংলাদেশের হাতে ছিল ৭ উইকেট এবং ২৭ রান প্রয়োজন। কিন্তু শেষদিকে মাত্র ১ রান যোগ করতে গিয়ে ৫ উইকেট হারায় বাংলাদেশ। নিশ্চিত জয়ের ম্যাচ অবিশ্বাস্যভাবে হারের পর অধিনায়ক জ্যোতি চাপ সামলাতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন।
এর আগে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওরা জয়ের পথে এগিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে হিদার নাইটের পারফরম্যান্স ও প্রোটিয়াদের বিপক্ষে হাতের ক্যাচ ফসকে যাওয়ায় ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হয়। জ্যোতি বলেন, আমরা এমন তিনটি ম্যাচ হারালাম। এটি হৃদয়বিদারক। পরিকল্পনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, নিয়মিত উইকেট হারানো এবং স্নায়ুর চাপ সামলাতে না পারাই প্রধান কারণ।
লক্ষ্য তাড়ার সময় ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের চাপের মধ্যে পড়েছিল। সেই পরিস্থিতিতে জ্যোতি ও শারমিন সুপ্তা ৮২ রানের জুটি গড়ে দলের মোমেন্টাম ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু সুপ্তা পায়ের ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়লে মোমেন্টামও বদলে যায়। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে জ্যোতি ৫০ রানের জুটি গড়লেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারায় দল।
বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিরুদ্ধে হবে, যা এখন কেবল নিয়মরক্ষার। ৬ ম্যাচে ৫ হারে বাংলাদেশের পয়েন্ট ২, সেমিফাইনালের স্বপ্ন শেষ।





















