সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রফেসর ইউনূসের সঙ্গে আইসেস্কো মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

profesor-yunus-icesco-meeting
ছবিঃ প্রধান উপদেষ্টার ফেইসবুক

আইসেস্কো মহাপরিচালক ড. সালিম এম. আল মালিক প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত উদ্যোগগুলোকে সমর্থন জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে তিনি ‘থ্রি জিরো তত্ত্ব’ সংস্থার শিক্ষা ও টেকসই উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার অনুমতি চান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইসেস্কো মহাপরিচালক ড. সালিম এম. আল মালিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ‘থ্রি জিরো তত্ত্ব’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন—আইসেস্কোর শিক্ষা, যুব উন্নয়ন ও পরিবেশ কৌশলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।

ড. আল মালিক বলেন, প্রফেসর ইউনূসের উদ্যোগ ও বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী কর্মসূচি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি আশা প্রকাশ করেন, আইসেস্কোর কার্যক্রমে শূন্য দারিদ্র্য ও টেকসই উন্নয়নের নীতিমালা কার্যকরভাবে অন্তর্ভুক্ত হবে।

প্রফেসর ইউনূস আইসেস্কোর শিক্ষা ও টেকসই উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক ব্যবসা সম্প্রসারণে যৌথ উদ্যোগের সম্ভাবনা স্বাগত জানান। বৈঠকে শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি. আর. আবরারও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়