শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুখের ব্রণ চেপে ফাটানো বিপজ্জনক

mukher-bron-jhuki-nirdesh
ছবি সংগৃহীত

মুখের ব্রণ ফাটানো ঝুঁকিপূর্ণ, তাই বিশেষজ্ঞরা ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতিতে ব্রণ শুকিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন—গরম সেঁক, টি ট্রি অয়েল, মধু ও অ্যালোভেরা ব্যবহার করে।

আয়নার সামনে হঠাৎ দেখা ব্রণ চেপে ফাটানো স্বাভাবিক মনে হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, মুখের ‘ডেঞ্জার জোনে’—যা দুই ভ্রু এবং নাকের চারপাশের ত্রিভুজাকার অঞ্চল—ব্রণ ফাটালে সংক্রমণ সরাসরি মস্তিষ্কে পৌঁছাতে পারে। ফলে প্যারালাইসিস, খিঁচুনি বা গুরুতর ক্ষেত্রে জীবনহানি পর্যন্ত ঘটতে পারে।

আমেরিকান হলিস্টিক প্লাস্টিক সার্জন ড. অ্যান্থনি ইউন সতর্ক করে বলেছেন, দুই ভ্রুর মাঝের ব্রণ কখনোই ফাটানো উচিত নয়, কারণ এই অঞ্চলে গুরুত্বপূর্ণ স্নায়ু ও রক্তনালির সংযোগ রয়েছে। বহু রোগীর ক্ষেত্রে দেখা গেছে, সময়মতো চিকিৎসা না হলে মস্তিষ্কের কিছু অংশ স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে।

চর্মরোগ বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ব্রণ ফাটানোর পরিবর্তে গরম সেঁক, টি ট্রি অয়েল, মধু বা অ্যালোভেরা ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। বড় বা বারবার ফিরে আসা ব্রণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্রণ শুধু সৌন্দর্য সমস্যা নয়, এটি সঠিক যত্ন ছাড়া গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়