শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রধান কোচ

abhishek-nayar-knr-coach
ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর নতুন কোচ নিয়োগের খোঁজে ছিল দলটিইয়ন মরগানসহ অনেকের নাম আলোচনা হয়েছিল, তবে সব জল্পনা কল্পনার ইতি টেনে কেকেআরকে নেতৃত্ব দেবেন অভিষেক নায়ারদেশের সংবাদমাধ্যমে খবর, কলকাতার ম্যানেজমেন্ট নায়ারকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে।

নায়ারের সঙ্গে কলকাতার সম্পর্ক নতুন নয়। গৌতম গম্ভীরের মেন্টর হওয়ার সময়ে তিনি কেকেআরের সহকারী কোচ ছিলেন। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার সময়ও নায়ারের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এরপর তিনি জাতীয় দলের সহকারী কোচ হয়েছেন।

কেকেআরের ক্রিকেটারদের সঙ্গেও নায়ারের ভালো সম্পর্ক থাকার কারণে দল তাকে আবারও ড্রেসিংরুমে চায়। সব কিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হবে।

ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর নায়ার উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন। এছাড়া তিনি লোকেশ রাহুল, হার্শিত রানা ও রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারদের গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়