শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

italian-pm-dhaka-visit-december
ছবি: সংগৃহীত

আগস্টে না আসলেও, ডিসেম্বরের শেষ দিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন। এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। রোববার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বিষয়টি জানান।

রাষ্ট্রদূত অ্যান্তনিও জানিয়েছেন, সফরে অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় থাকছে। এছাড়া, বাংলাদেশের নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে ইতালি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আয়োজিত কর্মপ্রক্রিয়ায় ইতালির সমর্থন রয়েছে।

প্রথমে আগস্টে ঢাকা সফরের কথা থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সফরটি স্থগিত হয়। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ইউরোপীয় শীর্ষ নেতার প্রথম ঢাকা সফর হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়