ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১ দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। রবিবার বিকেলে র্যাব-১১-এর লে. কমান্ডার এ. মোঃ নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিদের শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বন্দর থানার সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জ থানার মোঃ সৈকত হোসেন (২৮) ও কুমিল্লার লাকসাম থানার হৃদয় (২০)।
র্যাব জানায়, এই তিনজন স্থানীয় এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। সাইদুল বেপারীর নেতৃত্বে তারা চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগণ, সিএনজি ও অটো ড্রাইভারদের ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ছিনতাই করত। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





















