নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ঢাকার ফার্মগেট এলাকায় ব্যক্তিগত কাজে যাওয়ার সময় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মৃতকৃত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়ার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার আব্দুল জলিল চোকদারের ছেলে।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং ঢাকায় একটি বেসরকারি এজেন্সিতে চাকরি করতেন। তার আয়ের একটি অংশ গ্রামের বাড়িতে পাঠাতেন।
নিহতের মৃত্যুতে তার গ্রামের বাড়ি নড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি করেছেন। নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
নিউজটি পড়েছেন : ৭৫





















