সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে অভিযান: খেলনা পিস্তল ও রামদাসহ ২৮টি অস্ত্র জব্দ

chandpur-sena-abhijan-ostro-uddhar
ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে খেলনা পিস্তলসহ ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছেসোমবার (২৬ অক্টোবর) ভোরে পুরানবাজার কলেজের আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জাবিদ হাসান জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, তিনটি ছোট ছুরি ও আটটি রামদা।

তিনি বলেন, পুরানবাজারের কয়েকজন কিশোর গ্যাং সদস্য প্রতিপক্ষের ওপর হামলার পরিকল্পনায় এসব অস্ত্রশস্ত্র মজুদ করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার সম্ভব হয়েছে।

অভিযান শেষে সোমবার সকাল ৯টা পর্যন্ত কাউকে আটক করা না গেলেও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী-মাদক কারবারিদের আটক অভিযানে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় চাঁদপুরেও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়