শনিবার- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই শহীদদের স্মরণে পদ্মা সেতুতে বিশেষ গ্রাফিতি উন্মোচন

july-shohid-smoron-graffiti-padda-bridge
ছবি: সংগৃহীত

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদ্মা সেতুর দুই প্রান্তে আঁকা বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে মাওয়া ও জাজিরা প্রান্তে তিনি এ গ্রাফিতির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এছাড়া সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তারা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না; এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল।  তিনি আরও যোগ করেন, এই প্রজন্ম ও আগামীর প্রজন্মকে শহীদদের আদর্শ ধারণ করে ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় এগিয়ে যেতে হবে।

 

তিনি আহ্বান জানান, শহীদদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে—একটি বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায়, সমতা ও মানবিকতার অঙ্গীকার।

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরাল চত্বরে এ গ্রাফিতি অঙ্কন করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পরামর্শে এটি সম্পন্ন হয়েছে। এজন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়