শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০০৫-এর পর প্রথম: বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক বৈঠক অনুষ্ঠিত

bangladesh-pakistan-jec-meeting
ছবি: সংগৃহীত

সোমবার (২৭ অক্টোবর) সকাল এগারোটায় আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের পক্ষে জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং ও আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়ন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

এরপর, মঙ্গলবার (২৮ অক্টোবর) পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে বাংলাদেশি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ইসলামাবাদ সফরে যাওয়ার কথা রয়েছে

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ শেষবার ২০০৫ সালে পাকিস্তানের সঙ্গে জেইসি বৈঠকে অংশগ্রহণ করেছিল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়