ইসরাইল জানিয়েছে, গাজায় থাকা আরও ১৩ জন মৃত ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার করতে মিশর এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)-কে অনুসন্ধান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এই পদক্ষেপ অনুমোদন করেছেন।
রিপোর্টে বলা হয়েছে, এটি একটি কারিগরি দল, যা শুধুমাত্র মৃত জিম্মিদের মরদেহ শনাক্ত ও উদ্ধার করবে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, মৃত জিম্মিদের অবস্থান সম্পর্কে মিশরীয় দলকে তথ্য সরবরাহ করেছে ইসরাইল ও হামাস উভয়ই।
ইসরাইল সরকার জানিয়েছে, দলগুলোকে আইডিএফ নিয়ন্ত্রিত এলাকায়, তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তারা এক্সকাভেটর মেশিন ও ট্রাক ব্যবহার করতে পারবে।
হামাস ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ২৮ জন মৃত জিম্মির মধ্যে ১৫ জনের মরদেহ হস্তান্তর করেছে। বাকি মরদেহও মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত ফেরত দেওয়ার পরিকল্পনা করছে হামাস।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে মরদেহ হস্তান্তর না হলে যুক্তরাষ্ট্রসহ শান্তি প্রক্রিয়ায় যুক্ত অন্যান্য দেশগুলোও পদক্ষেপ নেবে।





















