
আন্তুম নাকভি—নামটা এখনো ক্রিকেট বিশ্বে তেমন আলোচিত নয়। গত বছর ভারতের বিপক্ষে সিরিজে অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ভিসা জটিলতা ভেস্তে দেয় সেই স্বপ্ন। এবার আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দলে ডাক পেয়েও একাদশে জায়গা হয়নি এই উদীয়মান ক্রিকেটারের।
নাকভিকে নিয়ে এত আলোচনার কারণ তার বহুজাতিক পটভূমি। ২৬ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারের জন্ম বেলজিয়ামে হলেও বাবা পাকিস্তানি এবং মা ভারতীয় বংশোদ্ভূত। তবে তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায় আর খেলবেন জিম্বাবুয়ের হয়ে। অর্থাৎ পাঁচ দেশের সঙ্গে তার রয়েছে সম্পর্ক।
নাকভির দাদা-দাদি বহু বছর আগে পাকিস্তান ছেড়ে বেলজিয়ামে চলে যান। সেখানেই জন্ম হয় তার বাবার। নাকভির মা-ও বেলজিয়ামেই জন্মগ্রহণ করেন, তবে তিনি ভারতীয় বংশোদ্ভূত। নাকভির বয়স যখন চার বছর, তখন তাদের পরিবার বেলজিয়াম থেকে অস্ট্রেলিয়ায় চলে আসে। সেখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ক্রিকেটের পাশাপাশি নাকভি একজন দক্ষ পাইলট হিসেবেও পরিচিত।
ডারউইনের ময়দানে অস্ট্রেলিয়ায় খেলা চলাকালীন নাকভির দেখা হয় জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার সলোমন মায়ারের সঙ্গে। মায়ারের প্রেরণায় নাকভি সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে গিয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ার গড়ার। সেই মুহূর্তই হয়ে ওঠে তার নতুন যাত্রার সূচনা।
২০২৪ সালের শুরুর দিকে নাকভি জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায় খুলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন, যা তার প্রতিভার সাক্ষ্য দেয়। ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের কারণে তাকে দেওয়া হয় জিম্বাবুয়ে জাতীয় দলের ডাক।





















