
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৬৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যু হয়নি বলে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভাগভিত্তিক হিসেবে বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ১২৬ জন, চট্টগ্রামে ১০৪ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৪ জন এবং দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছেন ৫৭ জন রোগী। এছাড়া খুলনা বিভাগে ৩১ জন ও ময়মনসিংহে ৪৭ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে ৬৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৯৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছেন ৬৪ হাজার ২৯৭ জন ডেঙ্গু রোগী। এ সময়ের মধ্যে সংক্রমণে প্রাণ হারিয়েছেন ২৫৯ জন।





















