
নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন না। শনিবার বে ওভালে অনুশীলনের সময় চোট পাওয়ায় তাঁকে সিরিজ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। জেমিসনের পূর্বের স্ট্রেস ফ্র্যাকচার ও সম্ভাব্য পিঠের সার্জারি বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, “জেমিসন ট্রেনিংয়ে হাত শক্ত অনুভব করায় কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে এটি তার রিকভারি নিশ্চিত করবে।” জেমিসনের বদলি হিসেবে আজই অন্য ক্রিকেটার ডাক পাওয়া নিশ্চিত করা হবে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৬ অক্টোবর মাউন্ট মঙ্গানুইয়ে, দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর হ্যামিল্টনে এবং শেষ ম্যাচ ১ নভেম্বর ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে। এর আগে নিউজিল্যান্ড ইংল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে হারে শেষ করেছে।





















