বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ঘোষিত দলে ফিরেছেন দলের নিয়মিত অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস।
এশিয়া কাপ চলাকালে চোটের কারণে বাইরে থাকা লিটন দাস আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও খেলেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে তিনি আবার মাঠে নামছেন। অন্যদিকে, এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন এবার দল থেকে বাদ পড়েছেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। ম্যাচগুলো ২৬, ২৮ ও ৩১ অক্টোবর, প্রতিটি সন্ধ্যা ৬টায় শুরু হবে।
বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।





















