মঙ্গলবার- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কালার করা চুল সুন্দর রাখতে প্রতিদিনের কয়েকটি কার্যকরী পদ্ধতি

color-kora-chul-jatno-tips
প্রতীকী ছবি

ফ্যাশনপ্রেমীদের জন্য টিপস: কালার করা চুল দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যবান রাখতে সালফেট ফ্রি শ্যাম্পু, ময়শ্চারাইজিং কন্ডিশনার, হিট প্রোটেক্টেন্ট স্প্রে এবং হেয়ার মাস্ক ব্যবহার করা জরুরি।

কালার বা হাইলাইট করা চুল বর্তমানে ফ্যাশনের জনপ্রিয় ট্রেন্ড। তবে কেমিক্যাল, হিট স্টাইলিং এবং পরিবেশগত প্রভাব চুলকে রুক্ষ, ভেঙে যাওয়া এবং রঙ ফিকে হওয়ার ঝুঁকিতে ফেলে। তাই এই ধরনের চুলের জন্য নিয়মিত ও সঠিক যত্ন নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কালার করা চুলে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করা উচিত, যা চুলের রঙ দীর্ঘস্থায়ী রাখে। প্রতিবার শ্যাম্পুর পরে ময়শ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে ১-২ বার ডিপ কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল শীতল ও স্বাস্থ্যবান থাকে।

গরম পানি, ব্লো ড্রায়ার, স্ট্রেইটনার ও কার্লিং আয়রন যতটা সম্ভব কম ব্যবহার করুন। যদি ব্যবহার করতে হয়, তবে হিট প্রোটেক্টেন্ট স্প্রে ব্যবহার অপরিহার্য। এছাড়া, নিয়মিত নারিকেল, আর্গান বা জোজোবা অয়েল ব্যবহার এবং সূর্য প্রতিরোধী হেয়ার স্প্রে ব্যবহার চুলের রঙ দীর্ঘস্থায়ী রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়