শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে অসৎদের: মান্না

osot-o-dhandabajder-vote-jawab-dite-hobe-manna
ছবি সংগৃহীত

ঐতিহাসিক ঘটনা এক স্বাক্ষর সনদ জুলাই। এ সনদের মাধ্যমেই বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন আশা করি। একটা গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়াই করতে হবে। অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ স্বাক্ষর ঐতিহাসিক ঘটনা এ কথা মাহমুদুর রহমান মান্না বলেন।শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের লক্ষ্যে জাতি দীর্ঘ সময় ধরে সচেষ্ট। বর্তমানে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তার সুফল অর্জনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের সম্পদ ও সামর্থ্যকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।

তিনি অভিমত ব্যক্ত করে বলেন যে রাজনৈতিক দলসমূহ গঠনমূলক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন কামনা করি এবং তা নিশ্চিত করতে সকল অংশীজনকে সজাগ থাকতে হবে। গণতান্ত্রিক গুণগত পরিবর্তন সাধন করার লক্ষ্যে আস্থাভিত্তিক সংগ্রাম জরুরি এবং অনৈতিক ও স্বার্থান্বেষী ব্যক্তিদের ভোটে পরাজিত করতে হবে।

সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  বাংলাদেশ জামায়েত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও আইনজীবী ড. মো: হেলাল উদ্দিন।

গণমুক্তি জোটের চেয়ারম্যান ড.শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণঅধিকার পরিষদ নেতা হাবিবুর রহমান রিজু  ড. হুমায়ুন কবির, ড. এ আর খান, এডভোকেট মোহাম্মদ  দেলোয়ার হোসেন মজুমদার, এডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির  চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক, গবেষক আলাউদ্দিন কামরুল,বিশিষ্ট লেখক গবেষক আয়েশা সিদ্দিকা,জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইলা ইয়াসমিন প্রমূখ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়