লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে পরাস্ত করে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো। বাংলাদেশ সময় সোমবার ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফ্রিকার দলটি আর্জেন্টিনাকে ২–০ গোলে হারায়।
মেগা ফাইনালের নায়ক ছিলেন ইয়াসির জাবিরি, যিনি দুইটি গুরুত্বপূর্ণ গোল করে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙে দেন। ২০০৭ সালের পর এবারই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসির উত্তরসূরীরা।
ম্যাচের ১২ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। ২৯ মিনিটে তার দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে ২–০ গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করলেও মরক্কোর দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি।
ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা ও জেসিম ইয়াসিনদের নেতৃত্বে মরক্কো প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতল। ২০০৯ সালের পর এটি প্রথম আফ্রিকান দেশের জন্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা।
এর আগে মরক্কো সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছিল। অন্যদিকে, আর্জেন্টিনা কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল।





















